প্রিয়তমা,কেমন আছো ? কত বেলা হলো, পবিত্র রজনী গত। তবু সাক্ষাৎ হলো না। হয়েছিল শত রাগ, সহস্র অভিমান । তবু ছিল ভালোবেসে এক আকাশ বিষণ্ণতা দূর করার ইচ্ছা। তারপর ইচ্ছা মত আঁকাআঁকি রাত্রি জুড়ে।আজ তুমি আমায় ছা...
“বৃষ্টিভেজা কদমফুল”
হঠাৎ করেই আকাশে মেঘ ডেকে উঠল। এতক্ষণ খেয়ালই করেনি অনি। এখন বাহিরে তাকিয়ে দেখে গুমোট অন্ধকার হয়ে গেছে চারদিক। এবার বই থেকে মুখ তুলে অনি। রবীন্দ্রনাথের "নৌকাডুবি" উপন্যাসে এতটাই ডুবে গিয়েছিল যে অন্যদিকে...
